মধুপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার বিতরণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ১০:৪৮ পিএম
মধুপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার বিতরণ

টাঙ্গাইলের মধুপুরর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের মতো ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন মধুপর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঞ্জুর রহমান নান্নু তালুকদার।

যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

মধুপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তারা। অনেকেই তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে খাবার ও পানি হাতে তুলে দিচ্ছেন।

সকাল থেকে বিকাল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলসভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুলকলেজের রোভার স্কাউটসহ আনসার সদস্যদের।

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তা পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার এমনকাজে মুগ্ধ সর্বসাধারণ। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

ইএইচ