ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মিয়া হাসান এলাকায় আসলে তাকে সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার তার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের মাঝকান্দি পৌঁছালে সাধারণ নেতাকর্মীরা তাকে বীরোচিত ফুলেল সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন।
এ সময় মিয়া হাসান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্দোলনে আবু সাঈদসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফরিদপুর-১ আসনের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং পথসভায় বক্তব্য দেন।
পথসভায় মিয়া হাসান বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা বিদ্বেষ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশ ও দেশের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, ফরিদপুর জেলা জাসাস নেতা মো. রফিকুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা যুবদল নেতা মো. আলম শেখ, মো. দুখু মিয়া, বোয়ালমারী উপজেলা জাসাস এর আহ্বায়ক শাহিন আনেয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্যা সুমন, ছাত্রদল নেতা জুয়েল, শাহাবাজ, পাপ্পু প্রমুখ।
ইএইচ