জয়পুরহাটে যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতা

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৮:০১ পিএম
জয়পুরহাটে যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতা

জয়পুরহাট শহরে যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন তারা। এসব শিক্ষার্থীদের উৎসাহ দিতে খাবার খাওয়াচ্ছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কে দায়িত্বরত শতাধিক শিক্ষার্থীকে খাবার খাইয়েছেন জয়পুরহাট মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

এ সময় কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান চৌধুরী, প্রভাষক শামীমা আক্তার, ফারজানা আক্তার রুঞ্জুসহ কলেজের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ