হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:৪৬ পিএম
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ার সাবেক এমপি ও আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীকে নৌবাহিনী হেফাজতে নিয়েছে।

রবিবার (১১ আগস্ট) নিরাপত্তার কথা বিবেচনায় রাত ৩টায় এমপির নিজ বাস ভবন থেকে নৌবাহিনীর সদস্যরা গাড়িতে তুলে নৌবাহিনীর হেফাজতে নিয়ে যায়।

এসময় দলীয় নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন, জানা যায় সাবেক এমপির হৃদরোগ জনিত সমস্যা থাকায় তাঁর স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস সাথে রয়েছেন বলে জানা যায়।

এদিকে হাতিয়ার মানুষের নিরাপত্তা জীবনযাত্রা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা নৌবাহিনী তৎপর রয়েছেন।

এর আগে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান মো. আব্দুল হান্নান মাসুদ সাবেক এই এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরে আটকের দাবি জানান। এছাড়াও উপজেলা বিএনপিসহ সাধারণ মানুষ তাকে আটকের দাবিতে বিক্ষোভ করেন।

বিআরইউ