দেশে সহিংসতা ও লুটতরাজ প্রতিরোধে নীলফামারীতে আনসার ও ভিডিপি

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৪:৪৭ পিএম
দেশে সহিংসতা ও লুটতরাজ প্রতিরোধে নীলফামারীতে আনসার ও ভিডিপি

দেশে সহিংসতা ও লুটতরাজ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারীর বিভিন্ন ট্রাফিক মোড়, গ্রাম, পাড়ায় ও মহল্লায় এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন এবং আনসার- ভিডিপি সদস্য অতন্দ্র প্রহরীর ন্যায় নিরাপত্তা সেবায় মোতায়ন রয়েছে।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী বলেন- দেশের এই ক্রান্তিলগ্নে আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্বে নীলফামারী জেলায় আনসার ব্যাটালিয়নসহ আনসার ও ভিডিপি সদস্য প্রায় ২৫০০ (দুই হাজার পাঁচশত) জন মোতায়ন করা হয়েছে। আনসার ব্যাটালিয়ন সদস্যগণ সেনাবাহিনীর সাথে সমন্বয় পূর্বক গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি দপ্তরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এছাড়াও আনসার ও ভিডিপি সদস্যগণ বিভিন্ন ট্রাফিক মোড়, গ্রাম, পাড়া ও মহল্লায় ছাত্র জনতা, এলাকাবাসী এবং গ্রাম পুলিশকে নিয়ে কমিটি গঠন করে রাত্রিকালীন টহল কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

ইএইচ