দুমকিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৩:৩২ পিএম
দুমকিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহতদের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের আব্দুস সোবহান হাওলাদার ছেলে নিহত জসিম উদ্দিন ও অঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের হোসেন হাওলাদারের ছেলে নিহত মিলন হাওলাদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে নিহতদের পরিবারের খোঁজখবর নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব বাবু শ্নেহাংসু সরকার কুট্টি, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা ও পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ (বারেক) পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলারসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ