ধুনটে ইসলামী শিক্ষা দিবসে শিবিরের আলোচনা সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৩:৩০ পিএম
ধুনটে ইসলামী শিক্ষা দিবসে শিবিরের আলোচনা সভা

বগুড়ার ধুনটে ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব  শাখা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মানিকপোটল দাখিল মাদ্রাসার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ।

বক্তব্যে ইসলামী শিক্ষা দিবসে প্রেরণার বাতিঘর শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বলেন, ‘শহীদ আব্দুল মালেক‍‍` ইসলামী শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ আব্দুল মালেক শুধু ব্যক্তির নামই নয় বরং একটি আন্দোলনের নামও বটে। যে নাম বিপ্লবী সুর সৃষ্টি করে, স্পন্দন জাগায় হৃদয়ে হৃদয়ে, স্বপ্ন জাগায় হাজারো যুবকের মনে। মালেক আজ পৃথিবীতে নেই, তবে উদ্ভাসিত হয়ে আছেন হাজারো নক্ষত্রের মাঝে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোরআনিক বাস্তবমুখী শিক্ষার উপর বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বগুড়া জেলা পূর্ব শাখা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকপোটল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, ছাত্র শিবির বগুড়া জেলা পূর্ব সাহিত্য সম্পাদক লুৎফর রহমান, ছাত্র শিবির ধুনট উপজেলা সভাপতি সজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসলাম শেখ, সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাবেক সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মিঠু,গোসাইবাড়ী ইউনিয়ন সভাপতি মুনজুরুল  হক, সাবেক সভাপতি আহসান উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ