মির্জাপুর থানার ওসিসহ চার কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:৫৭ পিএম
মির্জাপুর থানার ওসিসহ চার কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জসহ (ওসি) চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর।

টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্তরা হলেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম, উপ-পরিদর্শক আবদুল করিম, আবুল বাশার মোল্লা ও শ্রী রামকৃষ্ণ দাস।

নাম প্রকাশে অনিচ্ছুক মির্জাপুর থানা থেকে সদ্য বদলিকৃত একাধিক উপ-পরিদর্শক অভিযোগ করে বলেন, মির্জাপুর থানার ওসি রেজাউল করিম তাদের মানসিকভাবে অত্যাচার করতেন। বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজও করতেন। তাই তারা নিজেরাই পুলিশ সুপার বরাবর আবেদন দিয়ে অন্য থানায় বদলি হয়ে গেছেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পূর্বের দুটি নাশকতা মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এতে সাধারণ মানুষ ও ছাত্র জনতা পুলিশ লাইনে সংযুক্ত কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম জানান, ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কি কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, থানার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সংযুক্ত করা হয়েছে।

ইএইচ