জামালপুরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৬:২৮ পিএম
জামালপুরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার রাতে এসআই মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির।

যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান ছাড়াও মামলার অন্যতম আসামিরা হলেন- সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহারিয়ার ইসলাম রাফি ও ছাত্রলীগকর্মী নাফিজুর রহমান তুষার।

মামলার বাদীর অভিযোগ, গত ৩ আগস্ট বিকালে জামালপুর পৌরসভার হাইস্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বকুলতলা এলাকায় যাবার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালালে জীবন বাঁচাতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সদর থানার ওসি মুহাম্মদ কবির জানায়, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ইএইচ