আন্দোলনে নিহতদের স্মরণে নবাবগঞ্জে শিবিরের পথসভা

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০২:২১ পিএম
আন্দোলনে নিহতদের স্মরণে নবাবগঞ্জে শিবিরের পথসভা

‘আর নয় পরাধীন বাংলাদেশ স্বাধীন, স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো’ এ স্লোগানকে ধারণ করে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ইসলামী ছাত্র শিবির সোমবার বেলা ১১টায় নবাবগঞ্জ ঢাকা সড়কের কায়কোবাদ চত্বরে পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় ইসলামী ছাত্র শিবিরে নেতৃবৃন্দ বলেন, আজ বাংলাদেশ স্বাধীন। স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনার আমলে অন্যায় অবিচার ও জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে যে সমস্ত ছাত্র, জনতা ও আমাদের সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা সবাই মিলে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঘুষ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

ইসলামী ছাত্র শিবির নবাবগঞ্জ শাখার আয়োজনে পথসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ইসলামী ছাত্র শিবিরে সেক্রেটারি মাহবুবুল আলম, অর্থ সম্পাদক আবু ফাত্তাহ মোহাম্মদ তুর্জসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএইচ