বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:২৩ পিএম
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স কারখানার  শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। 

বুধবার (২১ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। শ্রমিকেরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে এই প্রতিবাদে অংশ নেন, যা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত করে।

রাস্তা অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বেতন আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। এর ফলে যান চলাচলে অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। পরিস্থিতি সমাধানে কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিআরইউ