নৌপথে কান্তজীউ বিগ্রহ নিয়ে আসা হচ্ছে রাজবাড়ীতে

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০২:৫৯ পিএম
নৌপথে কান্তজীউ বিগ্রহ নিয়ে আসা হচ্ছে রাজবাড়ীতে

প্রায় পৌনে তিনশ বছরের পুরোনো ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির থেকে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে নিয়ে আসা হচ্ছে।

সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আরেক রূপ কান্তজীউ বিগ্রহ নিয়ে আসাকে কেন্দ্র করে পূর্ণভবা নদীর দু’তীরে প্রতিবছর ভক্ত-পূণ্যার্থীর ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবের আমেজে পরিণত হয়।

তবে দেশের বিরাজমান পরিস্থিতির কারণে এবার উপস্থিতি কিছুটা কম।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে এবার মোতায়েন রয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজবংশের প্রথা অনুযায়ী জন্মাষ্টমীর একদিন আগে কান্তজীউ বিগ্রহ ধর্মীয় উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে নিয়ে আসা হয়। সেই রীতি অনুযায়ী আজ শুক্রবার সকাল ৭টায় ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির থেকে পূজা অর্চনা শেষে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ পূর্ণভবা নদীর কান্তনগর ঘাটে আনা হয়।

সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে যাত্রা শুরু হয় দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার নদীপথে কান্তনগর ঘাট থেকে শতাধিক ঘাটে কান্তজীউ বিগ্রহ বহনকারী নৌকা ভিড়ানোর পর সন্ধ্যায় এসে পৌঁছবে দিনাজপুর শহরের সাধুরঘাটে।

নৌকাযোগে দিনাজপুর আসার সময় হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার ভক্ত নদীর দু’কুলে কান্তজীউ বিগ্রহকে দর্শন এবং বাড়ির বিভিন্ন ফল, দুধ ও অন্যান্য সরঞ্জামাদি নিয়ে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য নিয়ে আসে। এসময় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্যরা নদীর দু’কুলে ভিড় করে।

ইএইচ