থানায় আগুন দিয়ে লুটপাট, ৩০ হাজার জনকে আসামি করে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৩:৩৮ পিএম
থানায় আগুন দিয়ে লুটপাট, ৩০ হাজার জনকে আসামি করে মামলা

গত ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরপরই উত্তেজিত দুষ্কৃতকারীরা আড়াইহাজার থানা ভবনে ঢুকে পুলিশদেরকে মারধর করে থানা ভবনে অগ্নিসংযোগ করে থানায় থাকা যাবতীয় অস্ত্র, গুলি, আসবাবপত্র, অন্যান্য মালামাল, মামলার আলামত ও বিভিন্ন প্রয়োজনীয় সরকারি মালামাল ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রায় ৩০ হাজার অজ্ঞাত লোককে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে থানার এসআই রিপন আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, লুটে নেয়া মালামালসহ অস্ত্র নিজ নিজ মসজিদের ইমাম এবং এলাকার গণ্যমান্যদের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য প্রতিটি মসজিদে নোটিশ পাঠানো হয়। কিন্তু এতে আশানুরূপ কাজ হয়নি।

ইএইচ