কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৩:৫২ পিএম
কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিনের মুরালী পাড়ায় টানাবর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই থানা পুলিশ।

শুক্রবার সকালে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম উপস্থিত থেকে মুরালী পাড়া এলাকা আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বর্ষণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ওয়াগ্গা মুরালী আশ্রয় কেন্দ্রে অন্তত ৯টি পরিবারের ৫৩ জন সদস্য আশ্রয় গ্রহণ করেছে।

ইএইচ