সিদ্ধিরগঞ্জে থাই গ্লাস মিস্ত্রি হত্যা: ১০ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৭:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জে থাই গ্লাস মিস্ত্রি হত্যা: ১০ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে থাই গ্লাস মিস্ত্রি মো. হৃদয় (২৭) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিহত হৃদয় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা দুর্গাপুর গ্রামের মো. ছফেদ আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জর আঁটি হাউজিং ৫নং গলির জহিরের বাড়িতে ভাড়াটিয়া।

বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক।

নিহতের মা মোসা. রিতা বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নূরউদ্দিন মিয়া, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের নেতা শিব্বির, যুবলীগ নেতা টাইগার ফারুক, সেলিম মজুমদারসহ অজ্ঞাত নামা আওয়ামী লীগের দুষ্কৃতকারী আরও অনেকে।

ইএইচ