আন্দোলনে নিহত গণি শেখের পরিবারের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৭:৫১ পিএম
আন্দোলনে নিহত গণি শেখের পরিবারের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি

কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণি শেখের পরিবারের সকল দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ও জেলা বিএনপি।

শুক্রবার বিকালে নিহত আব্দুল গণি শেখের পরিবারকে সমবেদনা জানিয়ে অ্যাডভোকেট আসলাম মিয়া সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল গণি শেখ ২০২৪ সনের মুক্তিযোদ্ধা, আব্দুল গণি শেখসহ প্রায় হাজারেরও অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নিহত গণির স্ত্রী ও তার পরিবারে ভরণপোষণসহ তার ছেলের চাকরি ও মেয়ের লেখাপড়ার সার্বিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম পাশাপাশি রাজবাড়ী জেলা বিএনপি তার পরিবারের দায়িত্ব নিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আজ আমরা এখানে এসেছি। এছাড়াও নিহত গণির নামে গোয়ালন্দ মোড়ের নাম শহীদ গণি চত্বর করণের ঘোষণা দেন।

এর আগে, জুমার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে গোয়ালন্দ মোড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য আ. সালাম মিয়া, অধ্যক্ষ কেএম মুহিত হীরা, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ আলমগীর, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ