ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে পাবনায় সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছে। ভারতের পানি আগ্রাসনের কারণে আজ কত মানুষ বাস্তুহারা, শিশুদের কি মানবেতর জীবনযাপন কত মানুষ মারা গিয়েছে!লোকের নাই ঘুম নাই এই পরিকল্পিত হত্যা ও ক্ষয়ক্ষতির বিচার দাবি করছি বিশ্ব আদালতে কাছে।
এ সময় উপস্থিত ছিলেন, এস এম আদনান, সাংবাদিক গোলাম মোর্শেদ রানা, নবী নেওয়াজ আনন্দ টেলিভিশন, শিশির ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমির পাবনা জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল মোমিন, আমার সংবাদ জেলা প্রতিনিধি সফিক ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী।
এ সময়ে বক্তারা বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে আহ্বান জানায়।
আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্ট করায় ভারতের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। ভারত বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এ দেশকে নতজানু তাঁবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসাবে দেখতে চায়।
দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এসএম আদনান উদ্দিন বলেন- ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে বর্ষায় ডুবিয়ে ও খরায় শুকিয়ে মারছে। এজন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে এই সরকারকে মামলা করতে হবে। জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।
ভারত তার ক্রীতদাস গিনিপিগ হাসিনার পক্ষ থেকে প্রতিশোধ নিতেই এই আগ্রাসন চালিয়েছে।
ইএইচ