মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:১৪ পিএম
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল জোতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি।

মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি।

Displaying IMG-20240827-WA0020.jpg

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,  অপলক নয়ন দাশ‘র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মের নামে যেন কেউ কোন ধরনের সহিংসতা বা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, কোন অশুভ শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে এ শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর চন্দ্র বণিক, সাবেক সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল, জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চেীধুরী। দুর দূরান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ