দেশের ক্রান্তিলগ্নে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ছাত্র জনতার সামনে তিনি একথা বলেন।
বলেন- দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ বিভিন্ন নামে আন্দোলন করে সাধারণ মানুষের জানমাল বিঘ্নিত করছে যা এদেশের ছাত্র সমাজ মেনে নিবে না। যা আমরা আন্দোলনের মাধ্যমে প্রামণ করেছি। আর গতকালের ঘটনা আবারও প্রমাণ করে আমরা ঐক্যবদ্ধ।
হান্নান মাসুদ বলেন- বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপ হতিয়ায় আপনারা যেখানে দুর্নীতি, অনিয়ম, অন্যায় দেখবেন সাথে সাথে তা প্রতিহত করবেন। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারকে যেভাবে উৎখাত করতে সক্ষম হয়েছি, ঠিক আপনারাও সেভাবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে দেখবেন ওরা পালানোর জায়গা পাবে না। আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি এখনো ছাত্র।
এর আগে, সকালে কোটা সংস্কার আন্দোলনের নিহত রিটনের কবর জিয়ারত করেন তিনি। এর পূর্বে সকাল সাড়ে ৭টার দিকে মো. রিটনের কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি প্রতিনিধি দল নিয়ে হাতিয়া আসেন মাসুদ।
ইএইচ