খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সুপেয় পানি নিশ্চিত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেন বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সোমবার সকাল থেকে খাগড়াছড়ি জেলার চেংগী ব্রিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রন্ত অসহায় মানুষের ঘরে ঘরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেন পৌঁছে দিয়েছেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস।
নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১টি করে জেরিকেন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলার প্রতিটা উপজেলায় আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
ইএইচ