ফেনীর সীমান্তবর্তী বল্লামুখার শূন্যরেখায় নদীর বাঁধ কেটে দেওয়ার চেষ্টাকালে বিজিবি ও স্থানীয়দের ধাওয়ায় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ সদস্যরা।
বুধবার ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। পরে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় ভারতীয়রা। এতে ফেনীর সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশে বাঁধটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা ব্যর্থ হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।
পরশুরামের ইউনুছ মিয়া নামের একজন বাসিন্দা বলেন, বাঁধটি কেটে দেওয়া হলে মির্জানগর ইউনিয়নসহ পরশুরামে আরও বেশি পানি প্রবেশ করত। এর আগে ১৯৮৩ সালের বন্যার সময়ও এ বাঁধটি কেটে দেওয়ায় পরশুরামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের নায়েক রুম্মান শরীফ বলেন, বাঁধটি যেন কোনোভাবে কাটতে না পারে সেজন্য আমরা গ্রামবাসীদের সঙ্গে সেদিন বাঁধের ওপরে অবস্থান নিয়েছিলাম।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ওই এলাকার সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বাঁধ কাটার চেষ্টা করেছিল।বাংলাদেশিরা এতে বাধা দেন। পরে বিজিবি সদস্যরা গেলে তারা সরে যেতে বাধ্য হয়।
ইএইচ