বন্যাকবলিত ও পরবর্তী দুর্যোগে পড়া মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছে ফেনী ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার ইউনিভার্সিটি প্রাঙ্গণে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়।
এর অর্থায়ন করছে ইলেক্টোমার্ট লিমিটেড, সাউথইস্ট ব্যাংক এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট আবদুর রইছ কাইজার।
ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট আবদুর রইছ কাইজার, উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ, ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল।
এছাড়াও ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্তৃপক্ষের সমন্বয়ে বন্যার্ত এলাকায় ত্রাণ সরবরাহ করছেন।
ইএইচ