নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ-আরএফএল গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও তৈরি করা পণ্য।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে আগুন লাগে এবং রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকালে কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো কারখানা। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সঙ্গে যোগ দেয় ওই কারখানার নিজস্ব দমকল বাহিনী। রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।
ইএইচ