১২ ঘণ্টার মাথায় একই স্থান থেকে বোমা, কাফনের কাপড়-চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:০৮ পিএম
১২ ঘণ্টার মাথায় একই স্থান থেকে বোমা, কাফনের কাপড়-চিরকুট উদ্ধার

১২ ঘণ্টার মাথায় মেহেরপুরের গাংনীতে একই স্থান থেকে একটি হাত বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টায় গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির পাশ থেকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়।

জয়নাল আবেদীনের চৌগাছা ৪ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া ও গাংনী বাজারের বস্তা ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি নীল কালারের ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে গাংনী থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একের পর এক বোমা ও কাফনের কাপড় উদ্ধার হওয়াতে তারা আতঙ্কিত।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইএইচ