ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:৫১ পিএম
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেন।

শনিবার সকালে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গাঁ তালীমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদরাসা চত্বরে স্থানীয় পরিবারগুলোর মাঝে বিপুল পরিমাণে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন।

খাদ্যসামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা পারস্পরিকভাবে প্রত্যেকে প্রত্যেকের দিকে খেয়াল রাখবো। একজনের সমস্যা থাকলে অপরজন সেটির সমাধান করার চেষ্টা করবো, এ সময় মানসিকতা সবার থাকতে হবে। পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব থাকলেই আমরা সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, অ্যাডভোকেট শহিদুল আলম চন্দ্রন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন৷

বিতরণকৃত খাবারের প্রতিটি প্যাকেটে, ছিল চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, পানি, দুধ, বিস্কুট, ওষুধ, স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইট, স্যানেটারি ন্যাপকিন।

ইএইচ