কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিকের দাফন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৩৩ পিএম
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিকের দাফন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিকের দাফন সম্পন্ন হয়েছে। শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। কয়েক দফা জানাজা শেষে সোমবার দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আশিকের লাশবাহী গাড়ি বাড়ির পাশের স্কুল মাঠে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো বাড়িজুড়েই চলতে থাকে শোকের মাতম। শোকে কাতর হয়ে পড়েন এলাকাবাসী।

পরে পাঁচপীর ডিগ্রি কলেজ ও নিজবাড়ির পাশের স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজয় কুমার সরকার জানান, পাঁচপীর ডিগ্রি কলেজের ছাত্র আশিকের মরদেহ কুড়িগ্রামে পৌঁছানোর পর প্রথমে মহীদ মিনার ও পরে পাঁচপীর কলেজ মাঠে জানাজা পড়ানো হয়।

সর্বশেষ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। আমরা কলেজ থেকে আশিকের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছি।

পাশাপাশি শহীদ আশিকের স্মৃতি ধরে রাখতে স্মৃতিফলক তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইএইচ