ফেনীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও মুন্সি আব্দুর রউফ কলেজের খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:৩৮ পিএম
ফেনীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও মুন্সি আব্দুর রউফ কলেজের খাদ্যসামগ্রী বিতরণ

ভারতীয় পানির চাপে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ফেনীর দুর্গত এলাকার ১৬শ পরিবারের মাঝে বিজিবির সদর দপ্তর কর্তৃক পরিচালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

একইসঙ্গে সোমবার দিনব্যাপী কলেজটি ছাত্র-ছাত্রীদের উদ্যোগে জেলার পরশুরাম উপজেলার গুথমা চৌমুহনী বাজার নামক স্থানে ৭৩৫ জনকে ও ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল অফিসার মেজর মো. রবিনের নেতৃত্বে নারী-শিশুসহ বন্যাদুর্গত ৪৪০ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ প্রতিপ্যাকেটে ১৭ কেজি করে জেলার ছাগলনাইয়ায় ৪০০, সোনাগাজীতে ২০০, দাগনভূঞায় ৭০০ এবং সদর উপজেলায় ৩০০ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া শুরু থেকেই বন্যার্ত মানুষজনকে উদ্ধারসহ নানা সহযোগিতায় নিরলস কাজ করে আসছেন তারা। যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে সবসময়ই দেশের সাধারণ মানুষের পাশে থাকবে বিজিবি সদস্যরা।

ইএইচ