কুমিল্লায় রুহুল কবির রিজভী

পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:৫০ পিএম
পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং ভয়াবহ বন্যায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহ মাঠে বন্যার্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির হিসেবে এ সব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন,

‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যার্তদের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি আমাদের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন, যত দিন না পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত হবে, তত দিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের আয়োজনে, উপহার সামগ্রী বিতরণ কালে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান।

উপহার বিতরণ অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার।

বক্তব্য রাখছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিম উদ্দিন জসিম, উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি‍‍`র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,শাহজাহান সাজ,সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন,আনিসুল হক ভূইয়া রিপন ও মালাপাড়া ইউপি চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম,সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক করির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, গোলাম কিবরিয়া অপু,এনামুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম ভুঁইয়া, যুবদলের নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল্লা আল মামুন, মনির হোসেন, নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক নেতা এমদাদ হোসেন সবুজ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরএস