ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:৩৮ পিএম
ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিআরডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম।

ইএইচ