সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগের জন্য সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে অ্যাডভোকেসি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উপজেলা প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। এসময় উপজেলা প. প. কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার, তালা মডেল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ