ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৩:৪৩ পিএম
ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ এর সনদপত্র ও শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে ফাইট আনটিল লাইটের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদেরসহ আরও অনেকে।

সনদপত্র ও শিক্ষা বৃত্তি পেয়ে মেধাবী শিক্ষার্থীরা সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ২০২৪ অর্থবছরে আমরা ৯টি উপজেলা থেকে ১ হাজার ১০০ জন করে মোট ৯ হাজার ৯০০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে এক বছর অর্থ সহায়তা প্রদান করবো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ