আকিজ কোম্পানিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি, হামলা নারীসহ আহত ১০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৫:০৩ পিএম
আকিজ কোম্পানিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি, হামলা নারীসহ আহত ১০

হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে মজুরি বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

এ সময় কোম্পানির পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালী কাজল মিয়ার নেতৃত্বে মোতালিব মিয়া, সুমন মিয়া, জুমন মিয়া, আব্দুল হামিদ, শিপন মিয়া, সুবেল মিয়া, মাহি আহমেদসহ একদল দুর্বৃত্ত শ্রমিকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বাহুবলের সর্বত্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার আকিজ কোম্পানিতে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকাল থেকে তারা কোম্পানির কর্তৃপক্ষের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। সকাল প্রায় ৮টার দিকে হঠাৎ স্থানীয় আব্দাকামাল গ্রামের কাজল মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। 
এ সময় ফারজানা আক্তার, নাঈমা আক্তার, শামীমা আক্তার, রুনা আক্তার, বর্ণা আক্তার,জুবায়েল মিয়া, ইমন মিয়া সহ ১০-১২ জন আহত হয়। এমতাবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে বিচারের দাবিতে শ্রমিকরা বাহুবল মডেল থানায় অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান তাদের সান্ত্বনা দেন এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে আকিজ কোম্পানির পরিচালক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের এখানে নামাজের ব্যবস্থা রয়েছে, তাদের অন্যান্য দাবিগুলো কর্তৃপক্ষ দেখবেন।

বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে শ্রমিকদের মধ্যে কিছুটা সমস্যা হয়েছে বহিরাগত কে কে ছিল আমি দেখিনি।

ইএইচ