ভোক্তা অধিদপ্তরের উপস্থিতিতে ইলিশের দাম কেজিতে কমলো দুইশ টাকা

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৭:৪৬ পিএম
ভোক্তা অধিদপ্তরের উপস্থিতিতে ইলিশের দাম কেজিতে কমলো দুইশ টাকা

ইলিশের ভরা মৌসুমেও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্রেতাদের নাগালের বাইরে ছিল দর। এই নিয়ে ক্ষোভ ছিল ভোক্তা সাধারণের।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্দেশে ভোক্তা অধিকার অধিদপ্তর শহরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান পরিচালনা করেন।

এ বাজারে ভোক্তা অধিদপ্তরের উপস্থিত প্রকারভেদে ইলিশ কেজিতে দেড়শো থেকে ২০০ টাকা পর্যন্ত কমে যায়।

রমজান শেখ ও মো. আলমগীর হোসেন নামের দুই খুচরা মাছ ব্যবসায়ী বলেন, অন্যান্য জেলার মতো আমাদের এখানেও যদি মন প্রতি দুই থেকে তিন কেজি ধরে বিক্রি করে আমাদের কাছে তাহলের আমরা কেনা দামে বিক্রয় করলেও আমাদের লস হয় না।

ইলিশের বাজারের অভিযানের পর মাছ কিনতে আসা মো. দাউদ হোসেন বলেন, অভিযানের আগে যে মাছটির দাম ১৮০০ থেকে ১৯শ চাওয়া হয়েছিল এখন সেটি কমে ১৫০০ থেকে ১৬০০ টাকায় চলে এসেছে।

এ বিষয়ে ফরিদপুর ভোক্তা অধিকারীর সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, গত কয়েকদিন যাবত বিভিন্নভাবেই আমাদের কাছে অভিযোগ আসছিল ইলিশের সিন্ডিকেটের বিষয় নিয়ে। যেকারণেই আমরা বাজার পরিস্থিতি জানার জন্য অভিযান পরিচালনা করি। বাজারে নানা অভিযোগ আমাদের দৃষ্টিতে আসে। প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তারপরেও দুর্গা মৎস্য ভাণ্ডার ও রুপালি ইলিশ নামে দুইটি আড়তের মালিককে ৪০ হাজার করে মোট ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ইএইচ