মধুপুরে ‘শহীদি মার্চ’ পালন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১২:৩৬ এএম
মধুপুরে ‘শহীদি মার্চ’ পালন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টার দিকে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর আদর্শ দাখিল মাদরাসা, রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর সরকারি ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা মিছিল সহকারে মধুপুর বাসস্ট্যান্ডের নতুন ব্রিজের উপর জড়ো হতে থাকে। পরে মিছিলটি বাসস্ট্যান্ডের আনারস চত্বর হয়ে মধুপুর ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনের নতুন ব্রিজে এসে মিছিল শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং কলেজ স্কুলের প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

ইএইচ