যশোর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৬ মাদক উদ্ধার

যশোর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৬:০৭ পিএম
যশোর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৬ মাদক উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, শুক্রবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিণে রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়।

সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‍‍`মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে‍‍` এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেঁটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়।

পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়।

আটক এলএসডির বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা, ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫ হাজার ৪০০ টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫ হাজার ৭০০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

ইএইচ