র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক ২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:০৪ এএম
র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক ২ আসামি গ্রেপ্তার

র‍্যাব-১২ কুষ্টিয়ার পৃথক দুটি অভিযানে কারাগারের তালা ভেঙে পালিয়ে যাওয়া দুই কারাবন্দিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুরের আল্লাহর দরগা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাছের দিয়ার গ্রামের হাবিবুর রহমানের ছেলে রতন আলী (২৫) ও কুষ্টিয়া ইবি থানার হরিনারায়ণপুর এলাকা থেকে মহিউদ্দিন বিশ্বাসের ছেলে সোহাগ (৩৮)।

র‍্যাব-১২ কুষ্টিয়া জানায়, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পলাতক আসামিদের আটক করতে র‍্যাব জেলাজুড়ে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ৯টার দিকে জেলা দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা এলাকা থেকে গাছের দিয়ার গ্রামের রতন আলী (২৫) ও  কুষ্টিয়া সদর উপজেলার হরি নারায়নপুর এলাকা থেকে সোহাগকে (৩৮) রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ২ আসামিকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ