মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি বিএনপি নেতার দখল থেকে মুক্ত করলেন ডাসার উপজেলা প্রশাসন। তবে ভবনটি জরাজীর্ণ। দ্রুত সংস্কারের দাবি প্রশাসনের।
জানা গেছে, রোববার মাদারীপুর জেলার ডাসার উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার বসতবাড়ি দখল করে ওই ঘরে ওএমএসের প্রায় এক ট্রাক চাল রাখার অভিযোগ উঠে সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করা হয়।
মঙ্গলবার দুপুরে কালকিনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের একটি দল প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ডাসার উপজেলার মইজপাড়া গ্রামের পৈতৃক ভিটা পরিদর্শন করেন এবং দখলমুক্ত করেন।
অভিযুক্ত সোহেল হাওলাদারের ছোটভাই ও কাজী বাকাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাছিম হাওলাদার ওয়াসিম জানান, আমার ভাই শনিবার ওএমএস এর চাল ট্রাক থেকে সাময়িক সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরের বারান্দায় রেখেছিল এতটুকুই। চাল যেহেতু রাত ১২টায় এসেছে তাই এখানে রেখেছিল। সকাল হওয়ার সাথে সাথেই গোডাউনে নিয়ে চাল বিতরণ করছে। পত্রিকায় যে সংবাদ উঠেছে তা ভিত্তিহীন ও বানোয়াট।
কালকিনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি দখলমুক্ত করি। এ বাড়িটি সরকারের দেখাশুনার আওতায় আছে। এখানে কোন ভাঙচুরের আলামত পাইনি। তবে জরাজীর্ণ আছে। দ্রুত সংস্কার প্রয়োজন।
ইএইচ