তাড়াইলে রোদের তেজ বাড়িয়ে দিয়েছে ডাবের দাম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৩:০৯ পিএম
তাড়াইলে রোদের তেজ বাড়িয়ে দিয়েছে ডাবের দাম

দেশব্যাপী চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস করছে মানুষ। বেড়েছে পানি ও পানীয়ের চাহিদা। এই পরিস্থিতিতে বেড়েছে ডাবের দাম। কিশোরগঞ্জের তাড়াইলে বড় আকারের ডাবের দাম উঠেছে ১১০ থেকে ১৩০ টাকায়। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ৮০ টাকার ওপরে।

গতকাল বুধবার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেখা গেছে, প্রতিটি ডাবের দাম চাওয়া হচ্ছে ১০০ টাকার ওপরে। বড় আকারের ডাব (আধা লিটারের মতো পানি আছে বলে ক্রেতা বিক্রেতাদের ধারণা) বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকায়। মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ৭০ টাকায়। ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খুচরা ডাব বিক্রেতা সাচাইল গ্রামের ফরিদা বেগম (৫০) বলেন, পাইকারিতে ডাবের দাম অনেক বেশি। ডাব ছোট বড় আলাদা করে বিক্রি হয়, বড় আকারের ডাব বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। পাইকারিতে ডাবের দাম বেড়ে যাওয়ায় তাঁদেরও দাম বাড়াতে হয়েছে।

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগেও এসব ডাবের দাম ১০০ টাকার নিচে ছিল।

গরমে পানির চাহিদা মেটাতে ডাব কিনছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রিফাত নামের এক পথচারী। তিনি বলেন, কিছুদিন আগেও ৬০ টাকা দিয়ে যে আকারের ডাব কিনেছিলাম আজ সেই একই আকারের ডাব ১২০ টাকা দিয়ে খেলাম। গরমে আর কিছু তো সেভাবে খাওয়া যাচ্ছে না। সে জন্য দাম দিয়ে হলেও ডাব খেলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, গরমে তৃষ্ণা মেটাতে অনেকে বিভিন্ন ধরনের কোমল পানীয় খান। এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
ক্ষতিকর এসব ছেড়ে ডাবকে পানীয় হিসেবে বেচে নেয়াটাই স্বাস্থ্যের জন্য উপকার।

তিনি আরও বলেন, মানুষের শরীরের নানা পুষ্টি সরবরাহ করে শরীর ও মনকে সুস্থ রাখে ডাব। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু’গ্লাস ডাবের পানি পান করতে হবে। ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও জিংক।

বিআরইউ