গোড়াই শিল্পাঞ্চলে সংঘর্ষ

বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২জনের নামে মামলা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০২:১৪ পিএম
বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২জনের নামে মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ৩২ জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মির্জাপুর থানায় এই মামলা হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গোড়াই শিল্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আশরাফ সিকদার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলমসহ ১৪ জন এবং অজ্ঞাত ৩৫/৪০জন।

থানায় মামলা নথিভুক্ত না হওয়ায় বাদী টাঙ্গাইল চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে মির্জাপুর থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলা নথিভুক্ত করে বুধবার (১১ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়। মামলায় আসামি করা হয় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ৩২ জন এবং অজ্ঞাত ২০/২৫ জন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া বলেন, গোড়াই এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিআরইউ