বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০১:৩০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন মো. পারভেজ নামে এক যুবক। ৩৭ দিন পর অবশেষে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মিন্নত হাজি বাড়ির নবী উল্যার বড় ছেলে।

তিনি ঢাকায় একটি থাই গ্লাসের দোকানে কাজ করতেন। মিরপুর এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।  

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. কফিল উদ্দিন।  

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় পারভেজের।

স্থানীয়রা জানান, পারভেজরা মোট পাঁচ ভাই-বোন। পারভেজ বড় হওয়ায় তার উপার্জনেই চলতো সংসার।  

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, পারভেজের মৃত্যুর খবরটি পেয়েছি। স্থানীয় ওয়ার্ডের সদস্যকে পাঠিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য।

ইএইচ