বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে বিএনপির সম্প্রীতি সভা

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:০৩ পিএম
বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে বিএনপির সম্প্রীতি সভা

সকল ধর্ম-বর্ণের সবায় মিলে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে সম্প্রীতি সভা করেছে বিএনপি।

শুক্রবার বিকালে বম্বু ইউনিয়ন বিএনপির আয়োজনে হিচমী বাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফিরোজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির আহ্বায়ক হেনা কবির, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, শহর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের সদস্য ও বম্বু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা ববি, যুবদল নেতা বেলাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিনাদোষে আমাদের উপর অত্যাচার করেছে। নিরপরাধ অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন। এখন আমরা স্বাধীন হয়েছি। এরপরও স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্য থেকে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ে তুলবো।

ইএইচ