কুড়িগ্রামে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৩ পিএম
কুড়িগ্রামে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নার্সিং পেশা নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কর্মরত নার্স ও কুড়িগ্রাম নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ নীহার বানু, ইনন্সট্রাক্টর জহির রায়হান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার রোকেয়া মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স শেফালি রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন আগে নার্সিং পেশা সম্পর্কে মহাপরিচালক যে কটূক্তি করেছেন, তারপরে ওই পদে থাকার তার কোন অধিকার নেই। অবিলম্বে তিনি পদত্যাগ না করলে ছাত্র-শিক্ষক-নার্সদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা নার্সিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিলের মহাপরিচালকসহ পরিচালকের পদগুলো যোগ্য নার্সের নিয়োগ দেয়া ও নার্সিং ক্যাডার সার্ভিস চালুর দাবি জানান।

ইএইচ