বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে খোলা বাজারে চাল-আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্ট থেকে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি কার্যক্রম তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে চাল-আটা বিক্রি শুরু করা হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্ট্রার মো. আসগর হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ মো. ইব্রাহিম পাটোয়ারী, তদারকি কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা পৌরসভার ১ ২ ৩নং পৌর ওয়ার্ডের ডিলার মো. আরিফুল ইসলাম ও পৌরসভার ৭ ৮ ৯নং ওয়ার্ডের ডিলার আবু বক্কর সিদ্দিক মিন্টু উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান- মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে ওএমএস কর্মসূচিতে বর্তমানে একজন ব্যক্তি ৫ কেজি চাল, ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। প্রতিকেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা। প্রতি কেজি খোলা আটার মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে দুই কেজির প্রতি প্যাকেটের মূল্য ৫৫ টাকা।
এ কর্মসূচিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে।
পরিদর্শনকালে ওএমএ সকেন্দ্রগুলোতে ব্যাপক ভোক্তার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সন্তোষজনকভাবে বিক্রি কার্যক্রম চলছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা।
ইএইচ