বাহুবলে রাস্তা নিয়ে বিরোধ, দু‍‍`পক্ষের সংঘর্ষে আহত ৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৪:২০ পিএম
বাহুবলে রাস্তা নিয়ে বিরোধ, দু‍‍`পক্ষের সংঘর্ষে আহত ৫

 হবিগঞ্জের বাহুবলে জনসাধারণের চলাচলের রাস্তায় জোরপূর্বক বেড়া দেয়ার জের ধরে দু‍‍`পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তপন সূত্রধর(৩০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাংধার গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের গাংধার গ্রামের নীল মনি সূত্রধরের ছেলে দীপক সূত্রধর উমু রবিবার সকালে হঠাৎ জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দেয়া শুরু করে।এসময় প্রতিবেশী তপন সূত্রধর(৩০) রাস্তায় বেড়া দেয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। এমতাবস্থায় দীপক সূত্রধরের ভাই দীলিপ সূত্রধর,অজিত সূত্রধর ও ইন্দ্রজিৎ সূত্রধর দেশীয় অস্ত্রশস্ত্র দা-রামদা- সহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়।এসময় দীপক সূত্রধর ও তার লোকজনের দাঁড়ালো অস্ত্রের আঘাতে তপন সূত্রধরের মাথায় ও বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।এ অবস্থায় তপন সূত্রধর শোর-চিৎকার শুরু করলে তার লোকজন এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের মনোরঞ্জন সূত্রধরের ছেলে তপন সূত্রধর(৩০) গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তপন সূত্রধরকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
অন্যান্য আহতদের মধ্যে অজিত,দীপক সূত্রধর ও দীলিপ সূত্রধর সহ কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।