কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৪:৪৩ পিএম
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল হাত-পা মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ওই পরিবারের একটি মোটরসাইকেল লুটেনেয় ডাকাতদল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দীন মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। তবে ওই মোটরসাইকেল সহ ডাকাত দলের এক সদস্যকে পটুয়াখালী টোলপ্লাজায় আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘটনার বিষয়ে ওই বাড়ির মালিক আলাউদ্দীন মিয়া বলেন, আনুমানিক রাত ৩ টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে তাদের উপর হামলা চালায়। প্রথমে তার ছেলে কলাপাড়ার বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মিয়া স্যানিটারীর স্বত্বাধিকারী মো.মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তার পিতা আলাউদ্দীন মিয়া ও স্ত্রী আমেনা বেগম (চাঁদনি) কে হাত-পা বাধাঁবস্থায় আটকে রাখে। পরে বাড়িতে থাকা আসবাবপত্র ও বিছানা পত্র ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, প্রায় ১০ ভরীর অধিক স্বর্ণালংকার ও পাঁচটি জমির দলিল লুটে নেয় ডাকাত দল।

তিনি আরও বলেন, ডাকাত দল প্রায় ২ ঘণ্টাব্যাপী ঘরের মধ্যে এসব তাণ্ডব চালায় এবং তাদের হুমকি দিয়ে বলে আমরা দলে তেরো জন, ঘরে কোথায় কি আছে বল নইলে কুঁচি কুঁচি করে কেটে রেখে যাব। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারারত অবস্থায় ছিল। ঘটনা জানাজানি হলে কলাপাড়া টোল প্লাজা থেকে তৎক্ষণাৎ পটুয়াখালী টোল প্লাজায় অবহিত করলে মটরসাইকেলসহ ওই ডাকাত সদস্যকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, ডাকাত দলের এক সদস্যকে পটুয়াখালী টোল প্লাজায় আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিআরইউ