জলঢাকায় আশার সদস্যদের নিয়ে আধুনিক পদ্ধতিতে গাভি পালনে প্রশিক্ষণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৮:১৬ পিএম
জলঢাকায় আশার সদস্যদের নিয়ে আধুনিক পদ্ধতিতে গাভি পালনে প্রশিক্ষণ

নীলফামারীর জলঢাকায় আশা’র সদস্যের নিয়ে আধুনিক পদ্ধতিতে গাভি পালন ব্যবস্থাপনা’র উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বুধবার জলঢাকা প্ল্যান অফিসের কমিউনিটি লার্নিং সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেন আশা নীলফামারী ও জলঢাকা জেলা।

আশা’র জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবতাব উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সিরাজুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ফেরদৌসুর রহমান, টেকনিক্যাল অফিসার (বায়োগ্যাস) শাহীন শেখ।

প্রশিক্ষণে ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

ইএইচ