শ্রীপুরে ঝুট ব্যবসা দখল নিতে দুপক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:২০ পিএম
শ্রীপুরে ঝুট ব্যবসা দখল নিতে দুপক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এমএন্ডইউ কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনায় উভয়পক্ষ শ্রীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন তন্ময় (২৩), আবু সাঈদ মোল্লা (৩২), ইলিয়াস মোল্লা (৩০) এবং সাখাওয়াত হোসেন মোল্লা (৪৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে।

অভিযুক্তরা হলো মৃত ফজর আলী মোল্লার ছেলে আফাজ মোল্লা (৫২), হেলাল মোল্লা (৫৫), রিয়াজ উদ্দিনের ছেলে তোফাজ্জল (৪৫), ইসমাইলের ছেলে ফরহাদ (৪২), মোস্তফার ছেলে শাকিল (২৮), মৃত সাফিজ উদ্দিনের ছেলে বাবুল (৪৫), মৃত মজিদ মোল্লার ছেলে মোন্তাজউদ্দিন (৬০), মোন্তাজ উদ্দিনের ছেলে সাব্বির আহম্মেদ (২০) এবং মৃত শামছুল হকের ছেলে আশরাফুল (৩৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ইএইচ