পাবনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৮:৩৮ পিএম
পাবনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিলুপ্তপ্রাপ্ত সেকেন্ডারি এডুকেশন স্কুল প্রজেক্ট (সেসিপ) কমিটির কর্মচারীদের দ্বারা মাধ্যমিক শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে পাবনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন করেছেন। 

বৃহস্পতিবার সকালে পাবনা টাউন হলের সামনে এ মানববন্ধনে জেলায় কর্মরত শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সেসিপের কতিপয় কর্মচারী শিক্ষকদের উপর হামলা চালিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাই আমরা আজকে এর প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করছি।

মানববন্ধনে বক্তব্য দেন- আসলাম উদ্দিন, আব্দুল হামিদ, আসাদুজ্জামান খান, এ কে এম ফিরোজ হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইএইচ