বিষধর সাপের কামড়ে দুই নারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৮:১৫ পিএম
বিষধর সাপের কামড়ে দুই নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে অজুফা বেগম ও এর আগে শুক্রবার সন্ধ্যায় দিপালী রানীর মৃত্যু হয়।

সাপের কামড়ে মৃতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিগুলিয়া গ্রামের হুমায়ুন সিকদারের স্ত্রী অজুফা বেগম (৪০) ও গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের দিপালী রানী (৪৫)।

দুই পরিবার ও কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা যায়, অজুফা বেগম গো খাদ্যের জন্য খড়ের গাদা থেকে খড় বের করছিলেন। এ সময় খড়ের গাদায় লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে শুক্রবার সন্ধ্যায় গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের দিপালী রানীকে সাপে কামড়ে দিলে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার ২০ মিনিট পর ৭টা ৫০ মিনিটে তারও মৃত্যু হয়।

কুমুদিনী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. অনামিকা সাহা সাপের ছোবলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আরএস