নান্দাইলে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৪:৫৩ পিএম
নান্দাইলে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন

ময়মনসিংহের নান্দাইলে একটি পাকা সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সড়কের কাজ শেষ করলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেমার্স আনোয়ারা কনস্ট্রাকশন। এমন খুঁটির দেখা মিলেছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ্-লংপুর সড়কে মোফাজ্জল হোসেনের বাড়ির সামনে। সড়কে খুঁটির থাকায় এলাকা জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সড়কের মাঝখানে বিদ্যুৎতের খুঁটি থাকায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা। 

জানা গেছে- নান্দাইল-আঠারোবাড়ি সড়ক ভায়া চামারুল্লাহ্-লংপুর সড়কের প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে  ৩৮০ মিটারের কাজ পায় মেসার্স আনোয়ারা কনস্ট্রাকশন। স¤প্রতি সড়কটির এক মিটার কম রেখে ৩৭৯ মিটার সড়কের কাজ শেষ করেছে। ৩৮০ মিটার সড়কের মোফাজ্জল হোসেনের বাড়ির সামনে  মাঝে একটি বিদ্যুতিক খুঁটি রেখে কাজ শেষ করেন। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে - নান্দাইল-আঠারোবাড়ি সড়ক ভায়া চামারুল্লাহ্-লংপুর ৩৮০ মিটার সড়কের মোফাজ্জল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎতের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ওই সড়ক দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। একটি গাড়ী গেলে অন্য গাড়ী দাঁড়িয়ে থেকে সড়ক ক্রস করার সুযোগ দিচ্ছে। 

স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ্ বলেন- সড়কের মাঝখানে খুঁটি থাকায় আমাদের চলাচলের সমস্যা হচ্ছে এবং যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিকাদারীর প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা কনস্ট্রাকশন স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন-এলজিইডির ইস্টিমেটে খুঁটি উঠাতে হবে এমন কিছু নাই। তারপরেও পল্লী বিদ্যুৎতের সাবেক ডিজিএম উত্তম কুমারকে ২০ হাজার টাকা দিয়ে খুঁটি সরানোর কথা বলেছিলাম তারপরেও তিনি সেটা রাখেনি। 

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তোহিদ আহমেদ বলেন-আমি তো নতুন এসেছি, ঐ সময়ের খুঁটি উঠানোর ব্যয় ইস্টিমেটে ধরা হয়নি বিধায় খুঁটি উঠানো হয়নি। আমি বর্তমান ডিজিএমের সঙ্গে কথা বলবো- খুঁটি উঠানো যায় কিনা। 

আরএস